দূর্লভ কিছু ছবি যা ইতিহাসের স্বাক্ষী
বিভিন্ন সময় এমন কিছু ছবি তোলা হয় যা পরবর্তীতে বিশ্বাস হতে চায় না। এমন কিছু পুরাতন ছবি নিয়েই আমাদের এবারের আয়োজন। ইন্টারনেট এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা ছবিগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। ছবির সাথে আমরা অবশ্যই ফটোগ্রাফারের নাম বা কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করবো যদিও অনেক সময় ফটোগ্রাফার বা ছবির উৎস পাওয়া যায় না, সেক্ষেত্রে কৃতজ্ঞতা ছাড়াই "ছবির উৎস নিশ্চিত হওয়া যায়নি " লিখে ছবিটি পোস্ট করা হবে। মূল ছবির উপরে কোনরকম এডিট করা বা নিজেদের পেজের লিঙ্ক/ওয়াটারমার্ক বসানো হয়নি। শুধুমাত্র মূল ছবির নিচে ক্যাপশন বসিয়ে দেয়া হয়েছে। দুর্লভ এই ছবিগুলো শেয়ার করার অনুরোধ থাকল।সম্ভব হলে আপনার সংগ্রহেও রাখতে পারেন।
No comments:
Post a Comment