Saturday, 12 May 2018

কলেজে ভর্তি হবার প্রক্রিয়া

কলেজে  ভর্তি হবার প্রক্রিয়া

আজ তেরো মে দুপুর দুইটার পর থেকে শুরু হতে যাচ্ছে কলেজে ভর্তির আবেদনদ এর অনলাইন কার্যক্রম।
আমাদের মাঝে অনেকেই আছেন যাদের বাসায় ইন্টারনেট সংযোগ, কম্পউটার এবং প্রয়োজনীয় উপকরন থাকা সত্বেও কলেজের আবেদন এর জন্য বিভিন্ন সাইবার ক্যাফে বা  ষ্টেশনারী দোকান সিরিয়াল দেই, অযথা টাকা লস করি।
অথচ চাইলে আমরা ঘরে বসেই সহজেই অনলাইনে এই কাজটি করতে পারি।
আজ এই ব্যাপারটা নিয়েই কথা বলব।

ভর্তি হবার সকল তথ্য এবং নির্দেশিকার জন্য এই ওয়েবসাইট এ যেতে পারেন  www.xiclassadmission.gov.bd
অথবা এই লিংকে ক্লিক করে পুরো নির্দেশিকা ডাউনলোড করে নিতে পারেন, ভর্তি নির্দেশিকা ।
আরেকটা গুরুত্বপূর্ন ব্যাপার হল কলেজ কোড খুজে পাওয়া, কলেজ কোড খুজে পেতে ভিজিট করুন এই লিংকে কলেজ কোড ।

তো আপনিও শুরু করে দিন আপনার কাছের মানুষগুলোর কলেজ ভর্তির আবেদন, ধন্যবাদ।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।

No comments:

Post a Comment