Saturday 9 June 2018

এই ঈদে নিরাপদ হোক আমাদের পথচলা

আজ ২৪ রমজান চলছে, দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে।
সামনে ঈদ, আর ঈদকে সামনে রেখে এখন থেকেই শুরুে হয়ে গেছে প্রিয় মানুষের সাথে ঈদ ভাগাভাগি করতে বাড়ীতে যাওয়ার ধুম।
কেউ লঞ্চে,বাসে, ট্রেনে যে যেভাবে পারবে সেভাবেই বাড়ীতে যাবার চেষ্টা করবে। সবাই চাই ঈদটা কাছের লোকদের সাথে কাটাতে।
এ ক্ষেত্রে একটা ব্যাপার না বললেই নয় যে প্রতি বছর এই ঈদের আগে বিভিন্ন অসাবধানতা ও অন্যান্য কারনে অনেক দূর্ঘটনা ঘটে যা মোটেই কাম্য নয়।

তাই সবার উদ্দেশ্যে অনুরোধ থাকবে বাড়ী যাবেন ঠিক আছে, তবে আগে নিজের নিরাপত্তা, পরে ভ্রমন। জীবনের ঝুকি নিয়ে কেউ বিপজ্জনক ভ্রমন করবেন না। কারন আপনার জীবনের সাথেই জড়িয়ে আছে আপনার প্রিয়জনদের জীবন।
নিজের জীবনকে ভালবাসুন,প্রিয়জনদের ভালবাসুন এবং অন্তত প্রিয়জনদের কথা ভেবে হলেও ঝুকিপুর্ন ভ্রমন হতে নিজে বিরত থাকুন এবং অপরজনতে সচেতন করুন। আপনার একটু সচেতনতায় পারে ভয়াবহ দূর্ঘটনা থেকে বেচে থাকতে।
ধন্যবাদ

No comments:

Post a Comment