মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ক্রিকেট ম্যাচঃ ২০১৮
"মাদককে ঘৃণা করি, যুব সমাজকে গড়ে তুলি" ই স্লোগানকে সমুন্নত করতে গাজীপুর মহানগর এর টঙ্গীতে গড়ে উঠা দুটি সামাজিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন মা শান্তি নিবাস এসোসিয়েশন ও নগর এসোসিয়েশন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে এক ব্যতীক্রমধর্মী উদ্যোগ আয়োজন করেছেন। বর্তমানে বাংলাদেশে ক্রিকেট এখন একটি জনপ্রিয় খেলা যারমাধ্যমে যুব সমাজে মাদক বিরোধী সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহন করেছেন সংগঠন দুটি। আগামী ১৪ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার, সকাল ৯ ঘটিকায়, ৫২ নং ওয়ার্ড এর সু-বিশাল প্রত্যাশা মাঠ প্রাঙ্গণে মা শান্তি নিবাস এসোসিয়েশন বনাম নগর এসোসিয়েশন এর মধ্যকার ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হবে। মা শান্তি নিবাস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা গাজীপুর জজকোর্টের আইনজীবী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য এডঃ আবুল কালাম আজাদ বলেন, যুব সমাজের মধ্যে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য। এর জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালানো হচ্ছে। অন্য দিকে নগর এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও টঙ্গী থানা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম রাকিব বলেন, এমন একটি মাদক বিরোধী কার্যক্রমের সাথে আমি ও আমার সংগঠন নগর এসোসিয়েশন যুক্ত হতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, আমাদের এই মুক্তমনা প্রয়াসের মাধ্যমে আমাদের দুই সংগঠনের সদস্যবৃন্দ ও যারা খেলা উপভোগ করতে আসবেন তারা মাদকের কুফল সম্পর্কে সচেতন হবেন। এদিকে খেলা আয়োজনে স্বাগতিক মা শান্তি নিবাস ব্যাপক উদ্যোগ আয়োজন করেছেন। খেলার মাঠ প্রস্তুত, মুক্তমঞ্চ তৈরি, ব্যানর-ফ্যাস্টুন, সংগঠনের সদস্যদের জন্য দুপুরের খাবার, খেলোয়াড়দের জার্সি, খেলা শেষে খেলোয়ারদের মাঝে ক্রেস্ট বিতরণসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ।
No comments:
Post a Comment