প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাত্রাতিরিক্ত টিউশন ফি নিয়ে মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধান মূলক প্রতিবেদনগুলো দেখছি। এতো চমৎকার ইনভেস্টিগেটিভ জার্নালিজম সচারাচর দেখা যায় না। ব্রাভো
NSU, AIUB র মতো বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদ কতোবড় দুর্নীতিবাজ প্রতিবেদনগুলো না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।
সাধারণ ছাত্র ছাত্রীদের টাকায় তাঁরা বিলাস বহুল জীবন যাপন করছে, বিশ্ববিদ্যালয়ের অলীক উন্নয়নের প্রতি সেমিস্টারে ছাত্র ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে প্রয়োজনের অতিরিক্ত টাকা - সেই টাকায় আমেরিকায় পরিবার নিয়ে কেউ ফুর্তি করছে, কেউ গাড়ি হাকাচ্ছে, কেউ বাগান বাড়ি করছে! আর তাঁদের বিলাসিতার মূল্য চুকাতে আমাদের বাবা মায়েদের খেয়ে না খেয়ে হাজার হাজার টাকার যোগান দিতে হচ্ছে
কী অদ্ভুত এক শিক্ষাব্যবস্থা! প্রথমে প্রশ্ন ফাঁস করে ছাত্র ছাত্রীদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হচ্ছে, পরিবর্তিতে উচ্চ শিক্ষার নামে তাঁদের পরিবারের কাছ থেকে লুটে নেয়া হচ্ছে টাকা। ইনবক্স থেকে একটি অভিজ্ঞতা শেয়ার করছি
[ভাইয়া আসসালামু আলাইকুম
প্রাইভেট ইউনি নিয়ে একটা পোস্ট দিলেন, একটু আমাদের এক্সপেরিয়েন্স বলি।এগুলি আসলে নিজে লিখতেও পারিনা
আমার মেজো ভাই ETE তে পড়তেন NSU তে, এক একটা সেমিস্টার ফি-
আমার বাবার জুটমিলের মেশিন বানানোর একটা ফ্যাকটরি আছে।তখন শুধুই বাবা দেখতেন, খুব একটা লাভজনক ছিল না, তখন।
ভাইয়ার ফি গুলি কখনো আমার নানীর থেকে ধার নিয়ে, দুই একবার মেশিন বিক্রি করে,আর কখনো নিজে এইভাবে দিতেন।
আর ভাইয়া, যখন ভর্তি হইছেন,তখন বুঝেন নাই, ভিতরে ভিতরে মরে যেতেন
পরে,এই ফি নেয়ার দিনগুলিতে
এত খারাপ লাগতো!]
প্রাইভেট ইউনি নিয়ে একটা পোস্ট দিলেন, একটু আমাদের এক্সপেরিয়েন্স বলি।এগুলি আসলে নিজে লিখতেও পারিনা
আমার মেজো ভাই ETE তে পড়তেন NSU তে, এক একটা সেমিস্টার ফি-
আমার বাবার জুটমিলের মেশিন বানানোর একটা ফ্যাকটরি আছে।তখন শুধুই বাবা দেখতেন, খুব একটা লাভজনক ছিল না, তখন।
ভাইয়ার ফি গুলি কখনো আমার নানীর থেকে ধার নিয়ে, দুই একবার মেশিন বিক্রি করে,আর কখনো নিজে এইভাবে দিতেন।
আর ভাইয়া, যখন ভর্তি হইছেন,তখন বুঝেন নাই, ভিতরে ভিতরে মরে যেতেন
পরে,এই ফি নেয়ার দিনগুলিতে
এত খারাপ লাগতো!]
ভ্যাট বিরোধী আন্দোলনে ছাত্ররা সফল হয়েছিল, কারণ তাঁরা একতাবদ্ধ ছিল।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত টিউশন ফি'র প্রতিবাদে আরও একবার কি দাড়াতে পারে না সবাই?
প্রতি সেমিস্টারের আগে বাবা মায়ের মুখের দিকে তাকাতে হলেও তো আরও একবার রাজপথে নেমে আসা প্রয়োজন
- রাফিউজ্জামান সিফাত
No comments:
Post a Comment