ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছুদের জন্য কিছু কথা
সদ্যই তোমরা বোর্ড পরীক্ষা শেষ করেছো।অনেকের টার্গেট হল বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো। অনেকেই এর মধ্যে উদ্ভাস ,ওমেকা সহ অন্যান্য কোচিং সেন্টার গুলোতে ভর্তি হয়ে গেছ।কিছুদিনের মধ্যে ক্লাসও শুরু হবে।সেই সাথে তোমাদের হতাশ হওয়াও শুরু হবে।কোচিং ক্লাসে দেখবে ভাইয়া কিছু পড়ানোর পরে কেউ কেউ এমনভাবে মাথা ঝাঁকাচ্ছে যা দেখে তোমার কলিজা শুকিয়ে যাবে।মনে হবে এদের সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না।কিন্তু খেয়াল রাখবে খালি কলসি বাজে বেশি।এদের মধ্যে অনেকে যেমন বুঝেই মাথা ঝাঁকাবে তেমনি বেশিরভাগই কি যে বুঝলো আর কিযে বুঝলো না সেটা না বুঝেই মাথা ঝাঁকাবে।তাই হতাশ হবার কিছু নেই।নিজের মতো চেষ্টা করতে থাকো।এবার আসা যাক কোচিং পরীক্ষাগুলো নিয়ে।উদ্ভাসের কথাই চিন্তা করো।
ডেইলি ৭৫ নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে।দেখতে পাবে অনেকেই ৭৫ এ ৭৫ ই পাবে।আর তুমি হয়তো নেগেটিভ মার্ক পাবে।মানে শূন্যও পাওনি।আবারও বলছি হতাশ হবে না।এটার মানে এই যে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।একসময় তুমিও অনেক ভালো মার্কস পাবে।সবচেয়ে বেশি হতাশা তখন আসবে যখন দেখবে পাশের বাসার আন্টি এসে তোমার আম্মুকে বলতেছে”ভাবি আমার মেয়েটা/ছেলেটা কিযে লক্ষী,সারাদিন বাসায় দরজা বন্ধ করে পড়াশোনা করে,আর কোচিং পরীক্ষা গুলোতে কি ভালো নাম্বার ই যে পায় ভাবিইইইই”।এটা শুনে তোমার আম্মু স্বাভাবিকই কষ্ট পাবে।তোমার সাথে অনেক রাগারাগিও করবে ,তোমার আব্বুও হয়তো তোমাকে বকাঝকা করবে।এই কয়েকমাসের জন্য মুখ বুজে সহ্য করে যাও।ভুলেও আম্মু,আব্বুর সাথে রাগারাগি করবে না যেন।মনে রাখবে আব্বু আম্মুর দোয়া ছাড়া তুমি যতই এক্সপার্ট হও না কেন ,সফল আর হতে পারবে না।আর ঐ আন্টিকে জবাব টা চান্স পেয়েই দিতে পারবা।দেখবে এরচেয়ে সুখকর জবাব আর নেই।ছোট ভাইদেরকে বলছি,এই কয়েকমাসের জন্য ভুলে যাও তোমার গার্লফ্রেন্ড নামক কিছু একটা আছে।সমস্ত সময়টা পড়াশোনার জন্য ব্যয় করো।কারন তোমার এই প্রাণপ্রিয় জানপাখি যেদিন তুমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না সেদিন বলবে,”তুমি তো ইঞ্জিনিয়ারিংএ চান্স পাওনি।আমার আব্বু তো তোমাকে মেনেই নিবে না।আমি আর তোমার সাথে থাকতে পারবো না।“চলে যাবে ।রয়ে যাবে তুমি একা।মাথার উপরের আকাশটা তখন তুমি পায়ের নিচে দেখতে পাবে।জীবন কতটা নিষ্ঠুর হতে পারে সেদিন বুঝতে পারবে হয়তো।
গার্লফ্রেন্ডের কথা বাদই দাও।একবার নিজের আব্বু আম্মুর কথাটাই চিন্তা করতো,কত কিছুই না করতেছে তারা তোমার জন্য।নিজেরা কষ্ট করে তোমাকে সর্বোচ্চ সুবিধা দিচ্ছে।শুধু তোমার মুখে চান্স পেয়েছি এই কথাটা শোনার জন্য।যেদিন আম্মুকে এসে এই কথাটা বলতে পারবা সেদিন দেখবে এই পৃথিবীতে তোমার চাইতে সুখী কেউ নেই।
হতাশ হয়ো না,আর সময়ের অপচয় করো না।নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও।পরিশ্রম করে যাও।পরিশ্রমের ফসল আল্লাহ তায়ালা অবশ্যই দিবেন।আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো।
হতাশ হয়ো না,আর সময়ের অপচয় করো না।নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও।পরিশ্রম করে যাও।পরিশ্রমের ফসল আল্লাহ তায়ালা অবশ্যই দিবেন।আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো।
.আর পরীক্ষায় কতো মার্কসের প্রশ্ন আসে,কোন কোন সাব্জেক্ট থাকে এবং কতো সময় পাওয়া যায় তা নিচে উল্লেখ করলাম।
#বুয়েটঃ 3 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি,
ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ২০ টা
করে
মোট ৬০ টি প্রশ্ন। ৬০০ নম্বর।
#রুয়েটঃ 2 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি,
ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ১০ টা
করে
৩০ টি এবং ইংরেজির উপর ৫ টি - মোট ৩৫ টি
প্রশ্ন।
৩৫০ নম্বর।
#কুয়েটঃ 2.30 hours mcq exam. ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই চার বিষয়ের
প্রতিটা
থেকে ২৫ টা করে মোট ১০০ টি mcq. তবে
প্রতিটি ইংলিশ mcq এর নম্বর অন্য mcq
গুলোর
নম্বরের one-third.
#চুয়েটঃ 3 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা
থেকে
২০ টা করে ৬০ টি 600 mark.
#বুয়েটঃ 3 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি,
ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ২০ টা
করে
মোট ৬০ টি প্রশ্ন। ৬০০ নম্বর।
#রুয়েটঃ 2 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি,
ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ১০ টা
করে
৩০ টি এবং ইংরেজির উপর ৫ টি - মোট ৩৫ টি
প্রশ্ন।
৩৫০ নম্বর।
#কুয়েটঃ 2.30 hours mcq exam. ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই চার বিষয়ের
প্রতিটা
থেকে ২৫ টা করে মোট ১০০ টি mcq. তবে
প্রতিটি ইংলিশ mcq এর নম্বর অন্য mcq
গুলোর
নম্বরের one-third.
#চুয়েটঃ 3 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা
থেকে
২০ টা করে ৬০ টি 600 mark.
যদিও সাস্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি না কিন্তু এটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির চেয়ে কোনো অংশে কম না।আর অনেকে সাস্ট এর CSE এর জন্যে বুয়েট কিংবা রুয়েট ও ছাড়তে পিছপা হয় না।তাই সাস্ট এর B1 unit এর জন্যেও সবার ভালো প্রস্তুতি নেয়া দরকার।
#সাস্টঃ 1.30 hours mcq exam. (B1 unit).ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ২০ টা করে এবং ইংরেজি থেকে ১০টা;মোট ৭০টা mcq প্রশ্ন থাকবে।
মোট ৭০টা প্রশ্ন ৭০ মার্কস। আর ৩০ হলো রেসাল্ট এর ভিত্তিতে। SSC & HSC এর GPA এর যোগফলের সাথে ৩ দিয়ে গুন করা হবে। আর কেউ ২য় বার পরীক্ষা দিলে তার GPA এর যোগফলের সাথে ২.৭ দিয়ে গুন করা হয়।
মোট ৭০টা প্রশ্ন ৭০ মার্কস। আর ৩০ হলো রেসাল্ট এর ভিত্তিতে। SSC & HSC এর GPA এর যোগফলের সাথে ৩ দিয়ে গুন করা হবে। আর কেউ ২য় বার পরীক্ষা দিলে তার GPA এর যোগফলের সাথে ২.৭ দিয়ে গুন করা হয়।
.সকলের জন্য শুভকামনা রইলো।
No comments:
Post a Comment